facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না: ড. ইউনূস


১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৭:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না: ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন—ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করা না হলে জনগণ তাদের ক্ষমা করবে না।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, "শেখ হাসিনার আমলের সব অপরাধের নথি জাতিসংঘ সংগ্রহ করেছে। তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব। এটি না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।"

প্রধান উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। "তাদের শাস্তি এড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি, এটি অব্যাহত থাকবে," বলেন তিনি।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে তার অপরাধের তথ্য রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ