facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫

Walton

শেয়ারবাজারে অরাজকতা: কারসাজি ও লুটপাটকারীদের রক্ষার অপচেষ্টা!


১৪ মার্চ ২০২৫ শুক্রবার, ১১:২৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে অরাজকতা: কারসাজি ও লুটপাটকারীদের রক্ষার অপচেষ্টা!

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ সাম্প্রতিক অরাজকতা, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের পেছনে শেয়ার কারসাজি ও অর্থ লুণ্ঠনকারীদের রক্ষার সুগভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কর্তৃক প্রেরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বেআইনি কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতা থেকে রক্ষা করার চেষ্টা চলছে, যা কমিশনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বিএসইসি’র চেয়ারম্যান জানান, কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ার কারসাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্ত রিপোর্টে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এ ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রম কমিশনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

শেয়ারবাজারে সংঘটিত অনিয়ম অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী, বিএসইসি’র সাবেক চেয়ারম্যান, কয়েকজন কমিশনার ও কিছু কর্মকর্তা-কর্মচারীর শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে। এ কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন ও অর্থ বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

কমিশনে সশস্ত্র আনসার বাহিনী মোতায়েনের সুপারিশসহ, বিএসইসি’র সাংগঠনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এসব সুপারিশের মূল লক্ষ্য শেয়ারবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজার সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: