১২ জানুয়ারি ২০২৫ রবিবার, ০৯:০৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আছে ১০টি। সেগুলো হচ্ছে—ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
বাংলাদেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে ঋণ বিতরণ বা বিনিয়োগে কিছুটা কমতির দিকে গিয়েছে। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশ, যার মানে দাঁড়ায় ২ হাজার ৪৬২ কোটি টাকার বৃদ্ধি।
এতে সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ২৬৭ কোটি টাকা, যেখানে আগের মাস আগস্টে এই পরিমাণ ছিল ৪ লাখ ৩১ হাজার ৮০৫ কোটি টাকা। তবে, একই সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ বা বিনিয়োগ কমে শূন্য দশমিক শূন্য এক শতাংশ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির পাশাপাশি ঋণ বিতরণ কমে যাওয়ার এই পরিস্থিতি অনেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ এটি ব্যাংকিং খাতের সামগ্রিক প্রবৃদ্ধির সাথে সম্পর্কিত। ব্যাংকগুলোর ঋণ বিতরণে কমতি থাকলেও, আমানতের বৃদ্ধি ইঙ্গিত দেয় যে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বেড়েছে এবং তারা ইসলামী ব্যাংকগুলোর প্রতি আস্থা রাখছে।
এছাড়া, ইসলামী ব্যাংকগুলো তার কার্যক্রমের পরিসর বৃদ্ধি করতে চেষ্টা করছে, তবে ঋণের পরিমাণ কমে যাওয়ার এই প্রবণতা ভবিষ্যতে ব্যাংকগুলোর জন্য কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।