১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ১২:২৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল্যান্স সিস্টেম ব্যবহারে অনিয়মের শঙ্কা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ এই নজরদারি ব্যবস্থার অনিয়ম নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
১০ মার্চ দুদকের একটি বিশেষ টিম বিএসইসি কার্যালয়ে তদন্ত অভিযান চালায়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন দুদকের দুইজন সহকারী পরিচালক। অভিযানে আরও চারজন সদস্য উপস্থিত ছিলেন।
দুদকের কর্মকর্তা রাজু আহমেদ জানান, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেম রুমের বাইরে অন্য একটি রুমে সংযোগ পাওয়া গেছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়, কারণ এই সিস্টেম শেয়ারবাজারের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কোনো অনিয়ম বা তথ্য পাচার হলে বাজারে বড় ধরনের কারসাজির সম্ভাবনা তৈরি হতে পারে।
দুদক কর্মকর্তারা আরও জানতে পারেন যে, ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় ২০১৮ সালে বিএসইসির জন্য একটি ‘রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম’ সফটওয়্যার ইনস্টল করার পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত সফটওয়্যারটি ইনস্টল করা হয়নি, এমনকি প্রয়োজনীয় পর্যালোচনা (PCR) ও হস্তান্তরের কাজও শেষ হয়নি। এই প্রকল্পের বাজেট ছিল ২৮ কোটি টাকা।
দুদক কর্মকর্তা রাজু আহমেদ আরও জানান, “প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা আরও তদন্ত চালিয়ে যাব এবং প্রকল্প পরিচালক সাইফুর রহমানের সঙ্গে কথা বলব।”
দুদকের অভিযানে বিএসইসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জানা গেছে, বিএসইসির কর্মচারীরা এই অনিয়মের সাথে সরাসরি সম্পৃক্ত নন। তবে দুর্নীতি দমন কমিশন আরও নথিপত্র যাচাই করে বিষয়টি নিশ্চিত করবে।
এই ঘটনা শেয়ারবাজারের নিরাপত্তা ও পরিচালনায় বড় অনিয়মের ইঙ্গিত দিচ্ছে। যদি তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া যায়, তবে এটি দেশের আর্থিক বাজারের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।