১৬ নভেম্বর ২০২৪ শনিবার, ১২:৪৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে অনিয়মের প্রমাণ পেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এম লুৎফুল গনি টিটু এবং তার সহযোগীদের ২০ লাখ টাকা জরিমানা করেছে।
**কারা পেলেন জরিমানা?**
জরিমানার আওতায় আছেন:
**শাহারা জামান** ও **মোঃ আসফাকুজ্জামান**: আড়াই লাখ টাকা করে।
**সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স**: ১০ লাখ টাকা।
**এম লুৎফুল গনি টিটু**, **লুৎফুন্নাহার বেগম**, **মোঃ মাহমুদুল হাসান**, **খায়রুজ্জামান হাসান বনজু** এবং **আকিকুন্নাহার**: প্রত্যেককে ১ লাখ টাকা করে।
জরিমানার টাকা আগামী ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
**কারসাজির ধরন**
তদন্তে দেখা গেছে, কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচার মাধ্যমে সংশ্লিষ্টরা অবৈধভাবে লাভ করেছেন:
**শাহারা জামান**: ৫২ লাখ টাকা।
**মোঃ আসফাকুজ্জামান**: ১৬ লাখ টাকা।
**সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স**: ৬৮ লাখ টাকা।
শেয়ার কারসাজিতে পরিবারকেন্দ্রিক সংযোগও উঠে এসেছে। টিটুর মা, ভাই, বোন এবং শ্যালক সকলে এই চক্রে জড়িত ছিলেন।
শেয়ার মূল্য নিয়ে প্রশ্ন
২০২৩ সালের ডিসেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দাম ছিল ৩৩ টাকা ৬০ পয়সা। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এটি প্রায় ৮০% বেড়ে ৬০ টাকা ৬০ পয়সায় পৌঁছায়, যা পরে আবার নেমে আসে।
বিএসইসি বলছে, এই মূল্য বৃদ্ধি কোনো সংবেদনশীল তথ্যের ভিত্তিতে হয়নি, বরং এটি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।
**শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসইসি।**
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।