facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

শেয়ার কারসাজিতে ধরা ১২ ব্যক্তি-প্রতিষ্ঠান: বড় ধরনের শাস্তি


১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০২:০৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেয়ার কারসাজিতে ধরা  ১২ ব্যক্তি-প্রতিষ্ঠান: বড় ধরনের শাস্তি

শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত জানুয়ারি মাসে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে শেয়ার কারসাজিতে যুক্ত ছিল। তদন্ত শেষে বিএসইসি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে।

যাদের জরিমানা করা হল :

নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠানসহ শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তের ফলাফল

ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে দেখা যায়, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারের মূল্য ৬৮ টাকা ২০ পয়সা থেকে প্রায় ৬৯% বেড়ে ১১৫ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

এই মূল্যবৃদ্ধির পেছনে নাবিল ফিড মিলস লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এ কারণে তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা:

  • মো. আমিনুল ইসলাম: ৩ কোটি ২০ লাখ টাকা
  • নাবিল ফিড মিলস লিমিটেড: ১০ লাখ টাকা
  • নাবিল নাবা ফুডস লিমিটেড: ১০ লাখ টাকা

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কারসাজি

২০২১ সালের ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের মূল্য ২৩ টাকা ৮০ পয়সা থেকে প্রায় ৬১% বেড়ে ৩৮ টাকা ৩০ পয়সায় পৌঁছায়।

ডিএসইর তদন্তে উঠে আসে, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা এই কারসাজিতে যুক্ত ছিলেন। ফলে বিএসইসি তাদের বিরুদ্ধে নিম্নলিখিত জরিমানা আরোপ করে:

  • মো. আবুল খায়ের হিরু: ২ কোটি ৩০ লাখ টাকা
  • তার পিতা আবুল কালাম মাতবর: ৪ কোটি ১৫ লাখ টাকা
  • তার স্ত্রী কাজী সাদিয়া হাসান: ১১ লাখ টাকা
  • তার বোন কনিকা আফরোজ: ১ লাখ টাকা
  • তার মা আলেয়া বেগম: ১ লাখ টাকা
  • তার ভাই সাজিদ মাতবর ও মোহাম্মদ বশির: প্রত্যেকে ১ লাখ, মোট ২ লাখ টাকা
  • ডিআইটি কো-অপারেটিভ লিমিটেড: ১২ লাখ টাকা
  • মোনার্ক হোল্ডিংস লিমিটেড: ১ লাখ টাকা

সর্বমোট জরিমানা

সব মিলিয়ে শেয়ার কারসাজির দায়ে এই ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বিএসইসি। শেয়ারবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: