facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

শেয়ার কারসাজিতে ফের ধরা খেলেন সাকিব-হিরু গং


০৫ এপ্রিল ২০২৫ শনিবার, ০৭:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেয়ার কারসাজিতে ফের ধরা খেলেন সাকিব-হিরু গং

ক্রিস্টাল ইন্স্যুরেন্সে অনিয়ম প্রমাণিত, ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে আবারও আলোচনায় জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ারে কারসাজির অভিযোগে সাকিবসহ মোট ১২ জন ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরুর নেতৃত্বে গঠিত একটি সিন্ডিকেট ২০২৩ সালের ১৬ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন। তদন্তে এই অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

কমিশনের তথ্য অনুযায়ী, একাধিক বিও হিসাব ব্যবহার করে মূল্যবৃদ্ধির কারসাজির মাধ্যমে অবৈধ মুনাফা অর্জন করা হয়। এ ঘটনায় ৮ ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান:

  • ইশাল কমিউনিকেশন লিমিটেড – ৮৫ লাখ টাকা

  • কনিকা আফরোজ – ৪৯ লাখ টাকা

  • মোনার্ক এক্সপ্রেস – ২২ লাখ টাকা

  • আবুল খায়ের হিরু – ৩৭ লাখ টাকা

  • মোনার্ক মার্ট – ১৫ লাখ টাকা

  • কাজী সাদিয়া হাসান – ১৩ লাখ টাকা

  • সাকিব আল হাসান – ৩ লাখ টাকা

  • আবুল কালাম মাতব্বর – ৩ লাখ টাকা

  • লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ – ৩ লাখ টাকা

  • হুমায়ুন কবির – ৩ লাখ টাকা

  • মো. জাহেদ কামাল – ২ লাখ টাকা

  • মো. আশফাকুজ্জামান – ১ লাখ টাকা

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, শাস্তির এ ধারা বজায় থাকলে বাজারে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিএসইসির এমন পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: