facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

শেয়ারবাজারে আস্থা ফেরাতে বিশেষ তহবিলের মেয়াদ বাড়লো ২০২৬ পর্যন্ত


০৯ এপ্রিল ২০২৫ বুধবার, ০৯:৩৩  এএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে আস্থা ফেরাতে বিশেষ তহবিলের মেয়াদ বাড়লো ২০২৬ পর্যন্ত

শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে গঠিত বিশেষ তহবিলের মেয়াদ আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে, যা আগে ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

এই সিদ্ধান্তে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে। ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ অনুযায়ী বিশেষ তহবিলের আওতায় তফসিলি ব্যাংকগুলো পুঁজিবাজারে নির্দিষ্ট নিয়মে বিনিয়োগ চালিয়ে যেতে পারবে এবং এসব বিনিয়োগ আর্থিক বিবরণীর নির্দিষ্ট সীমাবদ্ধতার বাইরে রাখা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াবে এবং বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: