৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৬:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
২০২৪ সাল বিনিয়োগকারীদের জন্য হতাশার বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বছরজুড়ে শেয়ারবাজারে ধারাবাহিক পতন আর বিনিয়োগে লোকসান গ্রাস করেছিল বাজারকে। নতুন বছরে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালে শেয়ারবাজারে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা কাটাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও বাজার মূলধনের পতনের পরিপ্রেক্ষিতে সংস্কারমূলক কার্যক্রম কতটা বাস্তবায়িত হয়, তার ওপর নির্ভর করছে ২০২৫ সালের শেয়ারবাজারের ভবিষ্যৎ।
ডিএসইর বাজার মূলধন ২০২৪ সালে ১ লাখ কোটি টাকার ওপরে কমে গিয়ে বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়েছে। এর মধ্যেও আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ ভবিষ্যতে একটি "স্বাচ্ছ শেয়ারবাজার" তৈরির আশার কথা বলেছেন। তিনি মনে করেন, ‘পাম্পিং অ্যান্ড ডাম্পিং’ বন্ধ করে প্রকৃত বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, ডিএসই পরিচালক মো. শাকিল রিজভী বলছেন, বাজারের গভীরতা বাড়াতে মানসম্পন্ন আইপিও আনার পাশাপাশি বাজারবান্ধব সংস্কার প্রয়োজন। তবে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম আস্থা ফিরিয়ে আনাকে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রেখেছেন।
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং বিনিয়োগবান্ধব নীতি কার্যকর করা গেলে ২০২৫ সাল শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নতুন বছরে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে বিনিয়োগকারীদের নতুন যাত্রা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।