দশ খবর
১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১০:২৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে বড় ধাক্কা
শেয়ারবাজারে তিন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির এক বৈঠকে এ জরিমানা অনুমোদন করা হয়।
কারসাজির শিকার কোম্পানিগুলো
বিএসইসির তথ্যমতে, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিডি ফাইন্যান্স), ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন—এই তিন কোম্পানির শেয়ার কারসাজি করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এ কারসাজির ঘটনা ঘটে, যেখানে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে কারসাজিকারকরা বড় অঙ্কের মুনাফা করে।
বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজি
বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির ঘটনায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সর্বোচ্চ ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয় সামির সেকান্দারকে।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি টাকা জরিমানা গুনবেন আবু সাদাত মো. সায়েম।
তৃতীয় সর্বোচ্চ ৭.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে আনিকা ফারহিনকে।
এ ছাড়া,
আনোয়ার গ্যালভানাইজিং: ৭ কোটি ১০ লাখ টাকাসিটি জেনারেল ইনস্যুরেন্স: ৮৫ লাখ টাকা
মাহের সেকান্দার: ৫২ লাখ টাকা
আফরা চৌধুরী: ৩৫ লাখ টাকা
আবদুল মবিন মোল্লা: ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সময়কাল: ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর।
ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজি
ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজিতে জড়িত দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আমিনুল ইসলাম: ৩ কোটি ২০ লাখ টাকা
নাবিল ফিড মিলস: ২০ লাখ টাকা
সময়কাল: ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর।
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
সোহেল আলম: ১৮ কোটি ৪০ লাখ টাকা (সর্বোচ্চ জরিমানা)।
এখলাসুর রহমান: ১৪ কোটি ৬০ লাখ টাকা
মোহাম্মদ এবাদুল করিম (বীকন ফার্মার এমডি): ১৩ কোটি ১৫ লাখ টাকা
রিসানা করিম: ৬ কোটি টাকা
বীকন মেডিকেয়ার: ৫.৫ কোটি টাকা
বীকন ফার্মা: ৩.৫ কোটি টাকা
নুরুন নাহার করিম: ১০ লাখ টাকা
সময়কাল: ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর।
বিএসইসির সতর্কবার্তা
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে কারসাজির ঘটনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শেয়ারবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষণ: বড় অঙ্কের এই জরিমানা শেয়ারবাজারে কারসাজি রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিনিয়োগকারীদের সচেতনতা ও শেয়ারবাজারের যথাযথ তদারকির মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মত দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
বেক্সিমকোর তিন কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত বিএসইসির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের ওপর বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসির ঘোষণা অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসের গত পাঁচ বছরের আর্থিক কার্যক্রম ও সম্পদ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের আর্থিক অবস্থা, সম্পদের হিসাব এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে নিরীক্ষা চালানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১১ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে। কমিটির প্রথম বৈঠকে বেশকিছু লোকসানি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কিছু প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কোম্পানিগুলোর সম্পদ ও আর্থিক অবস্থা নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বেক্সিমকো গ্রুপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন নিশ্চিত করতেই বিএসইসি এই বিশেষ নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে।
পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, রেনেটা লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, এসকে ট্রিমস এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে। তবে রোববার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।
স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস এবং আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (১৫ ডিসেম্বর)। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সামিট অ্যালায়েন্সের এজিএমের সময় পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে কোম্পানিটির এজিএমের সময় পরিবর্তন আনা হয়েছে।
ইউনিয়ন ক্যাপিটালের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমেটেড। ইউনিয়ন ক্যাপিটালের দীর্ঘমেয়াদে‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আলহাজ টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ার হস্তান্তর করবে ব্যাংক এশিয়ার উদ্যোক্তা
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির একজন উদ্যোক্তা হোসনেরা সিনহা কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডকে ৩০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন অনুযায়ী, ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৯ ডিসেম্বর থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর করা হবে।
প্যারামাউন্ট টেক্সটাইলের আয় কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা।
রাইট শেয়ার ইস্যু করবে বার্জার পেইন্টস
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পেইন্টস বাংলাদেশ ১৭টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১১১০ টাকা করে (প্রিমিয়াম ১১০০ টাকা) করে ইস্যু করতে চায়।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে তৃতীয় কারখানার প্রকল্পে ব্যবহার করতে চায় বার্জার পেইন্টস। এ লক্ষ্যে আগামী আগামী ২৫ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার বিক্রি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির উদ্যোক্তা পারভীন আক্তার খানম ২২ ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে, গত ২ ও ৪ ডিসেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।