০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১১:০৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে।
নিচে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:
সিটি জেনারেল ইন্স্যুরেন্স
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৮ পয়সা, যা আগের বছর ৩ টাকা ০২ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১৫ পয়সা।
আগামী ২৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।
বিএটি বাংলাদেশ
বিএটি বাংলাদেশ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা কোম্পানিটি অন্তবর্তী ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করেছে। অর্থাৎ অন্তবর্তী ডিভিডেন্ডকে কোম্পানিটি ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা। আগের বছর আয় ছিল ৩৩ টাকা ১১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সা।
আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
গ্রামীণফোন
গ্রামীণফোন লিমিটেড (জিপি) শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে গ্রামীণফোন ১৬০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যেই শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড হিসাবে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড যোগ করেছে।
আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি মোট ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এবার কোম্পানিটির মুনাফা বেড়েছে, কিন্তু ডিভিডেন্ড কমেছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ছিল ২৪ টাকা ৪৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।
আগামী ২৩ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, এবং রেকর্ড ডেট হিসেবে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
সেনা ইন্সুরেন্স
সেনা ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। আগের বছর আয় ছিল ৩ টাকা ৪২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সা।
আগামী ২৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।
আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক কোম্পানিটি।
আগামী ২২ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক কোম্পানিটি।
আগামী ২২ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮১ পয়সা।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
অন্তর্বর্তী ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (এপ্রিল-ডিসেম্ব ‘২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।