১৩ এপ্রিল ২০২৫ রবিবার, ০৯:১৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
টানা দুই সপ্তাহ ধরে হাইডেলবার্গ সিমেন্ট ও ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ারদামে চোখধাঁধানো উত্থান বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসা এই দুটি কোম্পানি বাজারের মন্দা পরিস্থিতিতে যেন স্বস্তির পরশ বয়ে এনেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহ (৬-১০ এপ্রিল) জুড়ে এই দুটি কোম্পানির শেয়ারদাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের সপ্তাহেও ইতিবাচক প্রবণতা ছিল। টানা এ ধারা বিনিয়োগকারীদের মাঝে নতুন আস্থা ফিরিয়ে এনেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারদাম বিদায়ী সপ্তাহে বেড়েছে ২০.৭৯ শতাংশ, আর আগের সপ্তাহে বেড়েছিল ৬.৮২ শতাংশ। দুই সপ্তাহ মিলিয়ে মোট উত্থান হয়েছে ২৭.৬১ শতাংশ। অন্যদিকে, ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার বিদায়ী সপ্তাহে বেড়েছে ১১.১১ শতাংশ এবং আগের সপ্তাহে ৬.৯৭ শতাংশ। মোট দুই সপ্তাহে তাদের শেয়ারের দাম বেড়েছে ১৮.০৮ শতাংশ।
ডিভিডেন্ড প্রদানের দিক থেকেও কোম্পানি দুটির অবস্থান শক্তিশালী। হাইডেলবার্গ সিমেন্ট সর্বশেষ অর্থবছরে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইস্টার্ন লুব্রিকেন্ট দিয়েছে ৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।
বর্তমানে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সায় এবং ইস্টার্ন লুব্রিকেন্টের লেনদেন হয়েছে ২,৩৪৪ টাকা ৩০ পয়সায়।
মূলধনের দিক থেকেও কোম্পানি দুটি যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে। হাইডেলবার্গ সিমেন্টের মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০টি এবং পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে, ইস্টার্ন লুব্রিকেন্টের মোট শেয়ার ১৫ লাখ ৮৭ হাজার ৬১৬টি এবং পরিশোধিত মূলধন ১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা।
বিশ্লেষকদের মতে, কোম্পানিগুলোর শক্ত মৌলভিত্তি এবং বাজারে স্বল্পমেয়াদি ইতিবাচক মনোভাব এই উত্থানে মূল ভূমিকা রেখেছে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে এমন অগ্রগতি বিনিয়োগকারীদের মাঝে আশার আলো জ্বেলে দিয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।