১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৬:৪০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘জেড’ গ্রুপে শেয়ার স্থানান্তর এবং ‘জেড’ গ্রুপ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া। শেয়ার স্থানান্তরের এই ঘটনাপ্রবাহ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আলোচ্য সপ্তাহে মোট ২৩টি কোম্পানির শেয়ারকে ‘জেড’ গ্রুপে স্থানান্তর করেছিল। তবে সপ্তাহের মধ্যেই ৯টি কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ গ্রুপে ফিরিয়ে আনা হয়। কিন্তু ১৪টি কোম্পানির শেয়ার এখনো ‘জেড’ গ্রুপেই রয়ে গেছে।
‘জেড’ গ্রুপে রয়ে যাওয়া কোম্পানিগুলো:
ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করায় তাদের শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়লেও, কোম্পানির পরিচালকদের তেমন কোনো অসুবিধা হয় না।
বিনিয়োগকারীরা বলছেন, ‘জেড’ গ্রুপে স্থানান্তরিত হলে শেয়ারের দাম কমে যায় এবং ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরাই। তবে এ বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাগুলোর দৃষ্টিগোচর হচ্ছে না বলে তাদের অভিযোগ।
বাজার বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে তারা অপ্রত্যাশিত ক্ষতির শিকার না হন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।