facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

শেয়ারবাজারে দুর্বলতা: দুই কারণে আস্থাহীনতা


০৩ মার্চ ২০২৫ সোমবার, ১০:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে দুর্বলতা: দুই কারণে আস্থাহীনতা

দেশের শেয়ারবাজারে তারল্য সংকট, কারসাজি এবং নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে গত বছরজুড়ে বাজারের কার্যক্রম ছিল ‘খুবই দুর্বল’। চলতি বছরেও তারল্য সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা শেয়ারবাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। লঙ্কাবাংলা সিকিউরিটিজ পরিচালিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে-২০২৫’-এ উঠে এসেছে এসব তথ্য।

বিএসইসির প্রতি আস্থা সংকট

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা নেই বেশির ভাগ বাজারসংশ্লিষ্ট ব্যক্তির। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪৯.৫ শতাংশই বলেছেন, তাঁদের বিএসইসির বর্তমান নেতৃত্বের ওপর কোনো আস্থা নেই। ৩৬.৫ শতাংশ জানিয়েছেন, তাঁদের আস্থা কিছুটা আছে, আর মাত্র ১০ শতাংশ বিএসইসির নেতৃত্বের প্রতি আস্থাশীল।

রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ

জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ মতামত দিয়েছেন যে চলতি বছরে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা। এছাড়া ৫৯ শতাংশ অংশগ্রহণকারী উচ্চ মূল্যস্ফীতিকে এবং ৫৬ শতাংশ ব্যাংক খাতের সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।

বাজার প্রবৃদ্ধির সম্ভাব্য চালিকা শক্তি

জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মতামত প্রদানকারী মনে করেন, চলতি বছরে শেয়ারবাজারের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ওষুধ খাত। এরপর ব্যাংক খাত (৪২%), টেলিকম (৩৬%) এবং তথ্যপ্রযুক্তি (২৭%) খাতকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূচক ও লেনদেন পূর্বাভাস

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চলতি বছরের শেষে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে থাকবে বলে মনে করেন ৬১ শতাংশ বিনিয়োগকারী। দৈনিক গড় লেনদেন ৪০০ থেকে ৬০০ কোটি টাকার মধ্যে থাকবে বলে মনে করেন ৬৪.৫ শতাংশ অংশগ্রহণকারী, তবে ১৫ শতাংশ মনে করেন এটি ৬০০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যে থাকবে।

নিয়ন্ত্রক সংস্থার সংস্কার উদ্যোগ ও বাজারের প্রতিক্রিয়া

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসি বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। জরিপে অংশ নেওয়া ২৮ শতাংশ ব্যক্তি মনে করেন, কারসাজির দায়ে দোষীদের জরিমানা করা বাজারে সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রতি বছর পরিচালিত এই জরিপে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। জরিপটি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয় এবং এতে ১০১ জন অংশগ্রহণকারী তাঁদের মতামত প্রদান করেন, যার মধ্যে ছিলেন ব্যবসায়ী, বিনিয়োগ ব্যাংকার, বিদেশি বিনিয়োগকারী, ট্রেডার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, শিক্ষার্থী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: