০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:২৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে বড় ধাক্কা! ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ মঙ্গলবার তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করেছে। বিনিয়োগকারীদের নিরাশ করে বিকন ফার্মা, রহিমা ফুড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) এখন ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
নিয়মিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার কারণে বিকন ফার্মা ও রহিমা ফুডকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে এবং বিবিএসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।
ডিএসই’র নিয়ম অনুযায়ী, যারা নির্ধারিত সময়ে এজিএম করে এবং ন্যূনতম ১০% লভ্যাংশ দেয়, তারা ‘এ’ ক্যাটাগরিতে থাকে। যারা কম লভ্যাংশ দেয়, তারা থাকে ‘বি’ ক্যাটাগরিতে। তবে, যারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, এজিএম করে না এবং টানা ছয় মাসের বেশি উৎপাদন বন্ধ রাখে, তারা পড়ে ‘জেড’ ক্যাটাগরিতে।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য এই ক্যাটাগরি পরিবর্তন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পাওয়া কোম্পানিগুলোতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ (৪ ফেব্রুয়ারি) থেকে এই তিন কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।