০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০৭:২৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারের চলমান বিপর্যয়ের প্রতিবাদে এবং বিনিয়োগ সুরক্ষার দাবিতে রাজধানীর মতিঝিলে রাস্তায় নেমেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারের বেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে এ সমাবেশ শুরু হয়। বিনিয়োগকারীরা দাবি করছেন, শেয়ারবাজারে লাগাতার দরপতন ও অব্যবস্থাপনার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সরকারের নীতিনির্ধারকদের উদাসীনতা এবং নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতাই এর জন্য দায়ী বলে তারা অভিযোগ তুলেছেন।
১️⃣ বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) ও আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) চেয়ারম্যান অপসারণ: বর্তমান চেয়ারম্যানদের ব্যর্থতার কারণে বাজারে ধস নেমেছে, তাই তাদের অপসারণ করে যোগ্য নেতৃত্ব দিতে হবে।
2️⃣ গেইন-ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার: বাজারের বর্তমান মন্দার কারণে বিনিয়োগকারীদের ওপর গেইন-ট্যাক্স আরোপ অন্যায়, এটি অবিলম্বে বাতিল করতে হবে।
3️⃣ অযাচিত হস্তক্ষেপ বন্ধ: বাজার নিয়ন্ত্রণের নামে তদন্ত, শেয়ার জব্দ বা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো বন্ধ করতে হবে, যা বিনিয়োগকারীদের আতঙ্ক সৃষ্টি করছে।
4️⃣ জেড ক্যাটাগরি সংস্কার: কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর নিয়ম বদলাতে হবে, কারণ এতে বিনিয়োগকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত হন।
5️⃣ লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক: তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বছরে অন্তত ৫০% মুনাফা লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হবে।
6️⃣ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ নিশ্চিতকরণ: ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবির বিনিয়োগের ন্যূনতম সীমা নিশ্চিত করতে হবে।
7️⃣ টাস্কফোর্সের সিদ্ধান্ত দ্রুত প্রকাশ: পুঁজিবাজার সংক্রান্ত টাস্কফোর্সের নেওয়া সিদ্ধান্ত বিলম্ব না করে দ্রুত প্রকাশ করতে হবে, যেন বিনিয়োগকারীরা যথাযথ প্রস্তুতি নিতে পারেন।
8️⃣ ন্যূনতম শেয়ার ধারণ নিশ্চিতকরণ: তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের জন্য ন্যূনতম ৩০% শেয়ার ধারণ বাধ্যতামূলক করতে হবে।
9️⃣ মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ ত্বরান্বিত করা: বিএসইসি’র দায়িত্ব দ্রুত অন্তত ১০টি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনতে হবে, যাতে বাজারের তারল্য বৃদ্ধি পায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।