০৭ এপ্রিল ২০২৫ সোমবার, ০৮:১৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ১০টি কোম্পানির প্রকৃত আর্থিক ও উৎপাদন কার্যক্রম যাচাই করতে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরেই এ কোম্পানিগুলোর আর্থিক অনিয়ম ও স্বচ্ছতা ঘাটতির অভিযোগ থাকায় ডিএসই এ পদক্ষেপ নিচ্ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ব্যবসায়িক বাস্তবতা মূল্যায়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি চাওয়া হয়। বিএসইসি ইতিমধ্যেই ডিএসইকে পরিদর্শনের অনুমোদন দিয়েছে।
পরিদর্শনের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো:
অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, রিং সাইন টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ফু-ওয়াং সিরামিক লিমিটেড।
তালিকাভুক্ত এসব কোম্পানির মধ্যে কয়েকটির উৎপাদন কার্যক্রম একেবারেই বন্ধ, আবার অনেকেই দীর্ঘদিন ধরে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে আসছে।
বিশেষ করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, রিং সাইন টেক্সটাইল ও গ্লোবাল হেভি কেমিক্যাল গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি।
অন্যদিকে, ফার কেমিক্যাল, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম, খান ব্রাদার্স, বিচ হ্যাচারি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ফু-ওয়াং সিরামিক ডিভিডেন্ড দিলেও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
ডিএসই ২০২৩ সাল থেকে এ প্রতিষ্ঠানগুলোর আর্থিক, উৎপাদন ও সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।