০৫ জানুয়ারি ২০২৫ রবিবার, ০৯:২৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ভারতের শেয়ারবাজারে বড় খেলোয়াড় কেতন পারেখ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এই অভিযোগের ভিত্তিতে কেতনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে।
দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ঘোষণা করেছে, অভিযুক্তদের কাছ থেকে ৬৫ কোটি ৭৭ লাখ টাকা বাজেয়াপ্ত করা হবে।
গত ৩০ ডিসেম্বর সেবি এই পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাঁরা আগাম তথ্যের ভিত্তিতে শেয়ার লেনদেন করেছেন। কেতন ও তাঁর সহযোগী রোহিত সালগাওকার, যিনি সিঙ্গাপুরের একজন বিনিয়োগকারী, একসাথে একটি আমেরিকাভিত্তিক কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বিশ্বব্যাপী প্রায় আড়াই লক্ষ কোটি ডলারের লেনদেনের সঙ্গে যুক্ত। এই কোম্পানির মাধ্যমে তাঁরা আগাম শেয়ারের তথ্য জেনে বাণিজ্য করেছিলেন এবং যার ফলে শেয়ারবাজার থেকে বেআইনিভাবে মুনাফা তুলেছেন।
এটি প্রথমবার নয়, এর আগেও কেতন পারেখকে স্টক কেলেঙ্কারির জন্য দোষী সাব্যস্ত হওয়ার কারণে সেবি কর্তৃক ১৪ বছরের জন্য বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
সিদ্ধান্ত অনুযায়ী, কেতন ও অন্যান্য অভিযুক্তরা শেয়ারবাজারে নথিভুক্ত কোনও মধ্যস্থতাকারী সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
সেবি মোট ১৮৮ পাতার রিপোর্টে কেতন ও সালগাওকারের নামের পাশাপাশি ২২টি কোম্পানির উল্লেখ করেছে, যা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেতন পারেখের ফের গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত নেওয়া পদক্ষেপ এবং শেয়ারবাজারে তাদের নিষেধাজ্ঞা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবধানতা হিসেবে কাজ করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।