০৪ এপ্রিল ২০২৫ শুক্রবার, ১০:২৬ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজার সংস্কারে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রাথমিক পাবলিক অফার (আইপিও)-এ অংশগ্রহণের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স। এতে ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি বাজারে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
গত ২৫ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দেওয়া একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, "প্রস্তাবিত প্রাথমিক পাবলিক অফার (আইপিও) এবং সম্পর্কিত আইনে প্রস্তাবিত পরিবর্তন"।
এরই ধারাবাহিকতায়, ২৮ মার্চ বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইপিও-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। টাস্কফোর্সের প্রতিবেদনে মোট ১৭টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো আইপিও প্রক্রিয়ার আধুনিকায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উন্নত দেশগুলোতে আন্ডাররাইটার বা লিড ম্যানেজাররা কোম্পানির শেয়ার কিনে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করে থাকে। এই ধরণের ব্যবস্থা বাংলাদেশেও চালু করা উচিত বলে টাস্কফোর্সের অভিমত।
বর্তমানে দেশে ইস্যু ম্যানেজারদের নিজ উদ্যোগে শেয়ার রাখার অনুমতি নেই। তাদের এই সীমাবদ্ধতা তুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারতীয় মডেল অনুসরণ করে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং স্টক ব্রোকারদেরও আন্ডাররাইটিংয়ে অংশগ্রহণের অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
টাস্কফোর্স আরও সুপারিশ করেছে, আন্তঃসীমান্ত আইপিও সাবস্ক্রিপশনের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা হোক, যা বাংলাদেশের শেয়ারবাজারকে বৈশ্বিক মানচিত্রে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।