facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

শ্বাসরুদ্ধকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে সেমিতে ম্যানইউ


১৮ মার্চ ২০২৪ সোমবার, ১০:২০  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শ্বাসরুদ্ধকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে সেমিতে ম্যানইউ

আক্রমণ, পাল্টা আক্রমণ, নাটকীয়তা, রোমাঞ্চ! ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচে কী ছিল না। অবশেষে ৭ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে লিভারপুলকে ৪-৩ ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পা রাখল এরিক টেন হাগের শিষ্যরা।

রোববার ম্যানইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আসরের শেষ কোয়ার্টার ফাইনালে খেলতে আসে লিভারপুল। যেখানে স্কট ম্যাকটমিনের গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর বিরতির আগে পরপর দুবার জালে বল পাঠান লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তের ও মোহামেদ সালাহ। নির্ধারিত সময়ের শেষ দিকে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেন আন্তোনি।

এরপর হার্ভি এলিয়টের গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। কিন্তু তাদের জয়ের আশা গুঁড়িয়ে দেয় মার্কাস র‌্যাশফোর্ড ও দিয়ালোর গোল।

আগের দিন, শেষ আটের প্রথম দুই ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৩-২ গোলে হারিয়ে কভেন্ট্রি সিটি ও নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটি সেমি-ফাইনালে ওঠে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ