facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন


০২ ডিসেম্বর ২০২৪ সোমবার, ১০:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন
মনিক ট্রেডিং ও ওয়ালটন হাই-টেকের মধ্যকার পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্যাপক পরিসরে বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে গ্লোবাল এই ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড। সম্প্রতি এই বিষয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মেরিনো বিচ হোটেলে মনিক ট্রেডিং এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে এক পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মনিক ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর ড. ওয়াসাল মাদুওয়ান্তা আরিয়াপালা এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাই-কমিশনার এলিয়াস আন্দালিব। তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আজ ওয়ালটন এবং মনিক ট্রেডিং এর মধ্যে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ আরো বহুদূর এগিয়ে যাবে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-কমিশনের ডেপুটি চিফ অব মিশন জান্নাতুল হাবিব, ফার্স্ট সেক্রেটারি নিজামুল ইসলাম, ওয়ালটনের ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস ও গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ, মনিক ট্রেডিং এর চিফ ফাইন্যান্স অফিসার এম.এন.এইচ নাশওয়াক এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাসুন মহানামা।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম বলেন, ওয়ালটনের লক্ষ্য- বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠা। এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে পণ্য বিপণন কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের এই অগ্রযাত্রায় সঙ্গী হয়েছে মনিক ট্রেডিং। তাঁরা শ্রীলঙ্কার ক্রেতাদের হাতে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী তুলে দিবে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, শ্রীলঙ্কায় এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রীও বাজারজাত করা হবে। আগামী মাসেই ওয়ালটন পণ্যের এক বিশাল শিপমেন্ট যাবে শ্রীলঙ্কায়। দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ