০৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০১:২৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারের বর্তমান সংকট কাটিয়ে উঠতে সম্ভাব্য সমাধান খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে গভীর আলোচনা চলছে। উপস্থিত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বর্তমানে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে অর্থনৈতিক সূচকগুলো কিছুটা ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি। এই অবস্থায় বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট বেড়ে চলেছে।
এর আগে, গত অক্টোবরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা। তবে, বর্তমান বৈঠকটি সংকট উত্তরণের নতুন দিক নির্দেশনা এবং রোডম্যাপ প্রণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অর্থ উপদেষ্টার এ ধরনের উদ্যোগ পুঁজিবাজারের আস্থার সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সম্ভাব্য সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত জানানো হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।