০৬ জানুয়ারি ২০২৫ সোমবার, ১১:০৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ ব্যাংক সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া ছয়টি ব্যাংকের সম্পদের মান পর্যালোচনার জন্য দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি, কে নিয়োগ দিয়েছে। এই উদ্যোগের পেছনে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন। নিরীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
নিরীক্ষার আওতায় থাকা ছয় ব্যাংক হলো:
আর্নেস্ট অ্যান্ড ইয়াং গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবং আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা করবে। অন্যদিকে, কেপিএমজি নিরীক্ষা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক বড় অঙ্কের ঋণ খেলাপি হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণের ৫৬ শতাংশই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯০ শতাংশ অর্থ তুলে নেয় এস আলম গ্রুপ, যা ব্যাংকের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলে দেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক পরিদর্শনে বড় অঙ্কের অর্থ নামে-বেনামে ব্যাংকগুলো থেকে বের করে নেওয়ার প্রমাণ মিলেছে। এডিবির প্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নিরীক্ষা দলকে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সর্বোচ্চ সহায়তা করতে বলা হয়েছে। ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সঙ্গে সভা করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা নিরীক্ষকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর নির্দেশনা মেনে ইতিমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যাংকের এমডিদেরও ছুটিতে পাঠানো হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন জানান, “আমরা চাই ব্যাংকের প্রকৃত ক্ষতির পরিমাণ ও কারা সুবিধাভোগী তা নির্ধারণ করা হোক। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই নিরীক্ষা করায় এর নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।”
এই নিরীক্ষা কার্যক্রম ব্যাংকগুলোর আর্থিক স্বচ্ছতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।