facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ মার্চ রবিবার, ২০২৫

Walton

সংকটের মধ্যে দুই শেয়ারের দর বাড়া নিয়ে সন্দেহ!


১৬ মার্চ ২০২৫ রবিবার, ১০:২০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সংকটের মধ্যে দুই শেয়ারের দর বাড়া নিয়ে সন্দেহ!

 

মাঝে কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আবারও অস্বাভাবিক হারে দর বাড়ছে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলের। গত বৃহস্পতিবারসহ সর্বশেষ চার দিনই দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ হারে বাড়ছে শেয়ারটির দর। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪৯ শতাংশ। নতুন করে একই পথে হাঁটছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। গত চার দিনে এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ২২ শতাংশ হারে।

শেয়ারবাজারসংশ্লিষ্টরা বলছেন, নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক গ্রুপ এস আলম এবং বেক্সিমকোভুক্ত কোম্পানিগুলো সংকটাবস্থার মধ্যে চলছে। এ অবস্থায় এদের কোম্পানির শেয়ারদর বৃদ্ধি স্বাভাবিক ঘটনা নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এ দুই কোম্পানির শেয়ারদর বৃদ্ধির ঘটনা পরিকল্পিত। কারসাজি চক্রের সম্পৃক্ততা আছে এমন তথ্য তারা নানা সূত্রে পেয়েছেন। গত ফেব্রুয়ারির প্রথম দফার রাতারাতি দর বৃদ্ধির সময় কোম্পানি দুটির উদ্যোক্তা-সংশ্লিষ্টরা বেনামে শেয়ার বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর ৯ টাকা ৭০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সায় ওঠে। মাত্র তিন সপ্তাহে শেয়ারটির দর বাড়ে ১৬১ শতাংশ। প্রায় একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর ৬৪ শতাংশ বেড়ে ১৯ টাকা ছাড়ায়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: