১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৮:৩৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
রাষ্ট্র সংস্কারের জন্য কত সময় প্রয়োজন, তা জনগণের জানার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে গোপনীয়তা গণ–আকাঙ্ক্ষাবিরোধী।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান প্রশ্ন তোলেন, "অন্তর্বর্তী সরকার আসলে কী করতে চাইছে? জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে শুধু সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে, জনগণ প্রশ্ন করবে—সংস্কার আগে, নাকি সংসার আগে?"
তিনি বলেন, ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, চিকিৎসার ব্যয় মেটাতে অনেকের নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাজ হওয়া উচিত জনজীবনের কষ্ট লাঘব করা।
বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “এগুলো ভিত্তি ধরে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় গণতন্ত্রকামী জনগণ হবে আমাদের বিশ্বস্ত সঙ্গী। জনগণের সঙ্গে থেকে তাঁদের সমর্থন অর্জনে কাজ করতে হবে।"
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করা এখন সময়ের দাবি।”
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে ষড়যন্ত্র বন্ধ হবে এবং দেশ নির্বাচনমুখী হবে।”
বিএনপির অন্যান্য নেতারাও আলোচনায় অংশ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে অটল থাকার অঙ্গীকার করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।