১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ০৭:৪০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সার্কুলার জারি করেছে। নতুননির্দেশনা অনুযায়ি, ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা না তুললে তা তামাদি হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ওই সার্কুলারে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন না করলে সরকারের দায় তামাদি হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এই জারি করা সার্কুলারে আরও বলা হয়, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ক্ষেত্রে এই আইনের অধীন সরকার কর্তৃক গঠিত বা নিযুক্ত কোনো ট্রাস্ট ব্যতীত সরকার অন্য কোনো ট্রাস্টের কোনো প্রকার নোটিশ গ্রহণ করতে বাধ্য থাকবে না বা এরূপ কোনো নোটিশ দ্বারা সরকারকে কোনো কার্যক্রম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এ ছাড়া এই ধরনের বিষয়ে সরকারকে ট্রাস্টি হিসেবে গণ্য করা যাবে না।
সার্কুলারে বলা হয়, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফা বাবদ পাওনা অর্থ যে তারিখে পাওনা হয়েছে, ওই তারিখ থেকে ৬ বছরের মধ্যে তা উত্তোলন করতে হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।