০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:৫৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
২০২৫ সালের জানুয়ারী থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিম) মুনাফার হার বেড়ে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ হতে যাচ্ছে।
অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী, নতুন মুনাফার হার নির্ধারণের জন্য ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি থেকে, তবে আগের বিনিয়োগকারীরা আগের হারে মুনাফা পাবেন।
এই বর্ধিত মুনাফার হার সঞ্চয়পত্রের বিভিন্ন ধরন অনুযায়ী প্রযোজ্য হবে। পেনশনার সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি ১২ দশমিক ৫৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে, আর ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার হবে ১২ দশমিক ২৫ শতাংশ।
এই পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য আরও বেশি সুবিধা নিয়ে আসবে, বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য। তবে, মুনাফার হার সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগেই যদি ভাঙা হয়, তাহলে মুনাফার হার কমে যাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।