facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

সতীর্থদের খেলা দেখতে বিশেষ বুট পরে হাজির মেসি


১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার, ১০:২৫  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


সতীর্থদের খেলা দেখতে বিশেষ বুট পরে হাজির মেসি

কোপা আমেরিকার ফাইনালে পুরো সময় খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অ্যাঙ্কলের চোটে পড়ে তিনি মাঠ ছেড়েছিলেন ৬৩ মিনিট পরই। পরবর্তীতে আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে মেসির, ক্লাবটি রীতিমতো দুঃসংবাদই দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরই মাঝে চোট ‍পুনর্বাসনের অংশ হিসেবে মায়ামি তারকাকে বিশেষ বুট পরিহিত অবস্থায় দেখা গেছে।

চিলির বিপক্ষে ম্যাচে মাংসপেশির ইনজুরিতে পড়েন তিনি। খেলা হয়নি পেরুর বিপক্ষে ম্যাচ। আর ফাইনালে আরিয়াসের কড়া ট্যাকেলের শিকার হয়ে তো মাঠের বাইরেই চলে যেতে হয় মেসিকে। কান্নাভেজা চোখে মাঠ ছেড়ে চলে যান এলএমটেন। পরে ফুটেজে দেখা যায় ডান পায়ের গোড়ালি অনেকটাই ফুলে উঠেছে লা পুলগার। এরপর কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সতীর্থরা দেশে ফিরলেও, মেসি রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে তিনি উপস্থিত হয়েছেন মায়ামির ম্যাচেও।

খুব শিগগিরই লিগস কাপ শুরু হবে যুক্তরাষ্ট্রের সকার ফুটবলে। যেখানে মেসিকে পাচ্ছে মায়ামি, কেবল শুরুর অংশেই নয়, তার ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। ফলে এই সময়ে প্রায় পুরোপুরি বিশ্রামেই থাকবেন এলএমটেন। এমএলএসে আজ (বৃহস্পতিবার) ভোরে টরোন্টো এফসির মুখোমুখি হয়েছিল মায়ামি। সেই ম্যাচটিতে সতীর্থদের সাহস জোগাতে মেসি গ্যালারিতে উপস্থিত হন। সেখানেই তার পায়ে বিশেষ বুট দেখা গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, এটি মূলত অর্থোপেডিক বুট, যা তার চোট সারার কাজে ব্যবহৃত হচ্ছে।

চেজ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে মায়ামি। টরোন্টোর বিপক্ষে দলটির হয়ে গোল করেছেন দিয়াগো গোমেজ ও ফেদরিক রেদোন্দো (জোড়া)। এক গোল করে হারের ব্যবধান কমায় টরোন্টো। যেখানে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বসে দলের গোলও উদযাপন করেছেন মেসি।

অন্যদিকে, মেসির পায়ের অবস্থা দেখা গেছে রোকুজ্জোর দেওয়া এক ছবিতে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে ডেক চেয়ারে শুয়ে থাকতে দেখা যায় মেসিকে। যেখানে হাসি মুখে পা দুটি মেলে রেখেছেন লা পুলগা। পা দেখে মনে হচ্ছিল ফোলা কিছুটা কমেছে। যদিও পায়ে কালশিটে দাগ আছে, তবে সেটি সারিয়ে তোলার জন্য তরল ও বরফ ব্যবহার করছেন পুনর্বাসন প্রক্রিয়ায়।

এর আগে মায়ামির এক বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কলের লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’ তবে স্বস্তির ব্যাপার মেসির কোনো হাড়ে চোট লাগেনি। কোনো প্রকার অস্ত্রোপচারের জটিলতাতেও যেতে হচ্ছে না তাকে। স্বাভাবিক বিশ্রাম এবং চিকিৎসা নিয়েই সেরে উঠবেন লিও। তবে সেজন্য দরকার লম্বা সময়ের। সহসাই তাই মেসিকে দেখা যাচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ