facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

সন্তানদের শেয়ার উপহার: দুই কোম্পানির তিন পরিচালকের ঘোষণা


১১ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৭:৪০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সন্তানদের শেয়ার উপহার: দুই কোম্পানির তিন পরিচালকের ঘোষণা

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস ও ইভেন্স টেক্সটাইল লিমিটেডের তিনজন পরিচালক তাঁদের নিজ সন্তানদের নামে বড় অংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

আর্গন ডেনিমস:

কোম্পানির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি এবং আনোয়ার-উল আজম ১০ লাখ ১৫ হাজার ৫৫৬টি শেয়ার তাঁদের মেয়ে সানজনা শেহনাজকে উপহার দেবেন।
এছাড়া পরিচালক আবু কাউসার মজুমদার তাঁর ছেলে ফারহান মজুমদারকে দেবেন ২৭ লাখ ৩১ হাজার শেয়ার।

ইভেন্স টেক্সটাইল:

শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার দেবেন তাঁদের কন্যা সানজনাকে।
আর আবু কাউসার মজুমদার তাঁর ছেলে ফারহান মজুমদারকে হস্তান্তর করবেন ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, উপহার হিসাবে এসব শেয়ার লেনদেন স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: