১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০১:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দ্বিতীয়বারের মতো ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেইজে সম্প্রচারিত হবে ভাষণটি।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে। এর আগে গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। দেশবাসীর উদ্দেশে জানান নানা আশার কথা।
গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত প্রায় এক মাসে এই সরকার দেশকে নতুন করে গঠনে সংস্কারমূলক বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।