facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

সব মানুষের ঐক্যেই স্বৈরাচারের বিদায়: তারেক রহমান


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১০:৩১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সব মানুষের ঐক্যেই স্বৈরাচারের বিদায়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সব দল ও জনগণের সম্মিলিত আন্দোলনের ফলেই স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির একার চেষ্টায় নয়, বরং সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচারী সরকারকে বিদায় নিতে হয়েছিল।

শনিবার বিকেলে ফরিদপুরে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) ইউনিটের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

জনগণের আস্থা ধরে রাখতে ঐক্যবদ্ধ কাজের আহ্বান
তারেক রহমান বলেন, “আমাদের দুই বছর আগে দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন একান্ত প্রয়োজন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে দলের প্রতিনিধি ও অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে হবে।” তিনি আরো বলেন, “যদি জনগণ আমাদের পরিকল্পনা না জানে—শিক্ষার্থীদের, নারীদের, কৃষকদের, শ্রমিকদের জন্য কী ভাবি—তাহলে জনগণের সমর্থন আমরা পাব না। আমরা আজ একটি সূচনা করতে চাই, ভবিষ্যতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সফল হব।”

জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রত্যাশা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বর্তমান অবস্থার সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার শাসনামলে জবাবদিহির কোনো অস্তিত্ব ছিল না। তাই ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পেরেছে।” তিনি জোর দিয়ে বলেন, “জবাবদিহি শুধু প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সমাজের সব পর্যায়ে—মেয়র, ইউপি চেয়ারম্যানসহ সকলেই জবাবদিহির আওতায় আসবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে মানুষের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে কর্মসংস্থান পাবেন, কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।”

ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ
তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে বিদায় করেছি, তেমনি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থায় রাজনীতির মূল কথা নিহিত। সেই আস্থা ধরে রাখতে হবে।”

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় ফরিদপুরসহ রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ অনেকে।

সংহতি ও ঐক্যের বার্তায় কর্মশালার সমাপ্তি
কর্মশালার শেষে তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “সকল বিভেদ ভুলে জনগণের স্বার্থে আমাদের কাজ করতে হবে। একমাত্র জনগণই পারে আমাদের লক্ষ্য পূরণে সহযোগিতা করতে।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ