১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার, ০৮:০৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেইসবুক বন্ধ হচ্ছে বলে খবর ছড়ালেও তা গুজব বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান মঙ্গলবার বলেন, “ফেইসবুক বন্ধ রাখার প্রশ্নই উঠে না, এমন কোনো চিন্তাও মাথায় আসেনি।”
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেইসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ধরনের খবরে ক্ষোভ প্রকাশ করে গণশিক্ষা সচিব বলেন, ভেরিফিকেশন না করে কই থেকে যে অদ্ভুত নিউজ দেয়।
তিনি বলেন, এগুলো এখন আর করা যায় না। মাথা ব্যথা হলে কি আর মাথা কাটা যায়? আগে মাথা ব্যথা সারাতে হবে। আমি কয়টা বন্ধ করব? ফেইসবুক আছে, ভাইবার আছে, ইউচ্যাট আছে, আরও অনেকগুলো আছে, কয়টি বন্ধ করব আমরা?
কোনো ইলেক্ট্রনিক মাধ্যম বন্ধ করার এখতিয়ার না থাকার কথা জানিয়ে আসিফ বলেন, তবে প্রশ্ন ছাপানো, বিতরণ… বা যেসব জায়গা থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো চেক দেওয়ার চেষ্টা করব।
এবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও তাতে মন্ত্রিসভার সায় না পাওয়ায় এবারও আলাদাভাবে দুটি সমাপনী পরীক্ষায় বসতে হবে ওই দুই শ্রেণির শিক্ষার্থীদের।
প্রাথমিক সমাপনী সূচি: ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনী সূচি: ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।