facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

সম্পত্তি নিলাম বন্ধে আইনি লড়াইয়ে নামছে এস আলম গ্রুপ


০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:০৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সম্পত্তি নিলাম বন্ধে আইনি লড়াইয়ে নামছে এস আলম গ্রুপ

জনতা ব্যাংকের নিলামের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটি এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠান—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল্ড স্টিলসের প্রায় ৩ হাজার ৭৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এই সম্পত্তি নিলামের উদ্যোগ নিয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস কোম্পানি গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানায়, তারা নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। ডিএসই থেকে ৫ জানুয়ারি কোম্পানিকে একটি চিঠি পাঠিয়ে নিলাম সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হয়। তারই জবাবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস জানায় যে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তারা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে, যা কোম্পানির কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তবে, কোম্পানিটি জানায় যে, তাদের উৎপাদন ও বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ২ হাজার ৩ কোটি টাকার অনাদায়ি ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়েছে, যা সরাসরি তাদের ব্যবসায়িক কার্যক্রমে বড় প্রভাব ফেলবে না। এরপরও, নিলাম বন্ধে তারা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রির কাছে তাদের পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কাছে ২ হাজার ৩ কোটি টাকা। নিয়ম অনুযায়ী, এই খেলাপি ঋণ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

এস আলম গ্রুপের এই আইনি পদক্ষেপের ফলে নিলাম প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে যাবে, তা এখনো অনিশ্চিত। এই প্রেক্ষাপটে দেশের ব্যবসায়ী মহল ও বিনিয়োগকারীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ