facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ নভেম্বর রবিবার, ২০২৪

Walton

সময়সীমা বেড়েছে ২৩৮৪ পদে সমন্বিত ব্যাংকে আবেদনের


২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার, ১২:৩০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সময়সীমা বেড়েছে ২৩৮৪ পদে সমন্বিত ব্যাংকে আবেদনের

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর ভেরিফাই পেমেন্ট ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ আগামী ২৮ জানুয়ারি।

২৩৮৪ পদের মধ্যে অফিসার (সাধারণ) পদে ১ হাজার ৫৯৭ জন ও ৫ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ৭৮৭ নিয়োগ দেওয়া হবে।

কোন ব্যাংকে কত পদ: অফিসার (সাধারণ) পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৫, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।

অফিসার (ক্যাশ) পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৩৫ জন, জনতা ব্যাংকে ৫০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের লিংক ও বিজ্ঞপ্তি: https://erecruitment.bb.org.bd

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: