০৯ মার্চ ২০২৫ রবিবার, ১২:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালা ২০২৫’ অনুযায়ী এবার নির্মাতারা পাবেন বেশি সময়, বাড়তি সম্মানী এবং পর্যায়ক্রমিক অর্থ ছাড়ের নতুন নিয়ম।
নতুন নীতিমালা অনুযায়ী, গল্প লেখককে ২ লাখ ও চিত্রনাট্যকারকে ৩ লাখ টাকা উৎসাহ পুরস্কার দেওয়া হবে। আগে যা ছিল মাত্র ৫০ হাজার টাকা।
২০২৪-২৫ অর্থবছরের জন্য চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে প্রস্তাব জমা দিতে পারবেন।
এবারের পরিবর্তনে নির্মাতারা যেমন দীর্ঘ সময় পাবেন, তেমনি অর্থ ছাড়ের সুনির্দিষ্ট নিয়ম চলচ্চিত্রের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।