১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার, ০২:২৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
হিরো আলম বলেন, আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।