০৪ মার্চ ২০২৪ সোমবার, ১০:০৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মার্চ) সকাল ৮টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এই বিএনপি নেতা।
গত বছর ৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘসময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
এর আগে বিএনপির আন্দোলন চলাকালে গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সঙ্গে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।