facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

সাংবাদিক অলককে মেরে রক্তাক্ত করল স্টার কাবাবের স্টাফরা


০৬ অক্টোবর ২০২৪ রবিবার, ০৭:৫৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সাংবাদিক অলককে মেরে রক্তাক্ত করল স্টার কাবাবের স্টাফরা

স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পঁচা ও গন্ধ টিক্কা দেওয়াতে প্রতিবাদ করায় পলিটিক্সনিউজ ২৪.কমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক সালেহ মোহাম্মদ রশীদ অলককে ব্যাপক মারধর করেছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির বনানী শাখায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক অলক জানান, পঁচা মাংসের কাবাব দেয়াতে প্রতিবাদ করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তাদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই।

 

এ ঘটনায় সালেহ মোহাম্মদ রশীদ অলকের কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। আহত অলক কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।

 

ঘটনা সংশ্লিষ্ট একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে অলককে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবারে গন্ধের অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। এ কথা শুনে অলক প্রতিবাদ করলে সেখানে থাকা আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন।

 

এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা গ্রাহক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। স্টার কাবাবের মারধরের এ ঘটনায় প্রতিষ্ঠানটির ১৪ থেকে ১৫ জন অংশ নেন।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: