facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

সাইফ: নায়কের সাহসী প্রত্যাবর্তন


১৮ জানুয়ারি ২০২৫ শনিবার, ০৯:৪৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সাইফ: নায়কের সাহসী প্রত্যাবর্তন

বলিউড তারকা সাইফ আলী খান শারীরিক অবস্থার উন্নতি করেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে সাধারণ কক্ষে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, সাইফের অবস্থা এখন অনেক ভালো, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

গত বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে দুর্বৃত্তের হামলার শিকার হন সাইফ। তাঁর শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি এখন হাঁটাচলা করতে পারছেন, আর কোনো জটিলতা নেই।

হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উত্তমনি জানান, সাইফ খুবই সৌভাগ্যবান। অল্পের জন্য বেঁচে গেছেন। ছুরির আঘাত তাঁর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছিল। বর্তমানে তাঁকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত দর্শনার্থীদের সাইফের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছে।

এদিকে, মুম্বাই পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি হামলার পর লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের দল তাঁকে আটক করতে সক্ষম হয়েছে।

এই ভয়ংকর ঘটনার পর কারিনা কাপুর খান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধ জানিয়েছেন, কেউ যেন গুজব না ছড়ায় এবং তাঁদের পরিবারকে কিছুটা স্পেস দেয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: