facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

সাইফের ওপর হামলা:অভিযুক্তের ডিএনএ মিলেছে:তদন্তে চাঞ্চল্যকর তথ্য


২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০১:৩৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সাইফের ওপর হামলা:অভিযুক্তের ডিএনএ মিলেছে:তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলীর বাসায় ভয়াবহ হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের ডিএনএ বাসায় পাওয়া আলামতের সঙ্গে মিলে যাওয়ায় তদন্তে এসেছে নতুন মোড়।

তদন্তে বেরিয়ে এলো কী?
মঙ্গলবার গভীর রাতে মুম্বাই পুলিশ শরিফুলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো হামলার ঘটনাটি ‘রিক্রিয়েট’ করে। পুলিশের দাবি, শরিফুল বাথরুমের জানালা দিয়ে সাইফের বাসায় ঢুকে হামলা চালান এবং পালিয়ে যান। সাইফের ছোট ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে পাওয়া অভিযুক্তের শীত টুপিতে মিলেছে চাঞ্চল্যকর ডিএনএ প্রমাণ।

আধুনিক প্রযুক্তির ছোঁয়া
সাইফের অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া ১৯টি ফিঙ্গারপ্রিন্টও অভিযুক্তের সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অভিযুক্তের জামায় লেগে থাকা রক্ত সাইফের কিনা, তা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে পরীক্ষা চলছে।

নিরাপত্তার ফাঁকফোকর
সিসিটিভি না থাকায় এবং নিরাপত্তারক্ষীদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে হামলাকারী পায়ের স্যান্ডেল খুলে নিঃশব্দে কাজ সম্পন্ন করেন।

গৃহকর্মীর সাহসিকতায় প্রাণে বাঁচলেন সাইফ
এই ঘটনার সময় গৃহকর্মী এলিয়ামা ফিলিপ সাহসিকতার পরিচয় দিয়ে সাইফকে বাঁচিয়েছেন। ঘটনার পর সাইফ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আদালতে অভিযুক্ত
সাইফ-কারিনার নিরাপত্তার দায়িত্ব এখন রণিত রায়ের সংস্থাকে দেওয়া হয়েছে। অভিযুক্ত শরিফুলকে আগামীকাল বান্দ্রা আদালতে তোলা হবে।

এই ঘটনার জেরে সাইফের বাসায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে সাইফের বয়ান সম্পর্কে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: