২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার, ০৫:০৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
সাইলেন্ট মোডে থাকা ফোন খুঁজে পেতে প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যান। সেখানে সার্চ বারে লিখুন `ফাইন্ড মাই ফোন`। এর পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন। নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি `অন` করে দিতে পারবেন। এ বার `রিং` অপশনটি সিলেক্ট করুন। ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে পাবেন সহজেই।
এই পদ্ধতিতেই হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পাওয়া সম্ভব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।