২০ অক্টোবর ২০২৪ রবিবার, ০৪:১৯ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সাকিবকে ফেয়ারওয়েল দিতে চেয়েছিলেন তার সতীর্থরা। এর জন্য পরিকল্পনাও করে রেখেছিল বাংলাদেশ দল। কিন্তু শেষ সময়ে সাকিব না থাকায় সেটি আর হচ্ছে না। শান্ত জানান, ‘এসব পরিকল্পনা পেন্ডিং রয়ে যাচ্ছে। অবশ্যই পরিকল্পনা ছিলো আমাদের। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় (সাকিব)। শুধু বাংলাদেশ বলব না। খুবই দুর্ভাগ্যজনক যেকোনো কারণেই হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে এটা পেন্ডিং থেকেই গেলো।’
দেশের মাটিতে সাকিবের বিদায় নিতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে সাকিবকে মিরপুরে বিদায় দেয়া উচিত। হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।