০৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ০২:০৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্সের।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আজ রংপুর রাইডার্সকে জিততেই হতো। এমন সমীকরণের ম্যাচে স্বাগতিকদের ১৫ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের লাহোর কালান্দার্সের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকালে জয় পেলে ফাইনালে উঠেও যেতে পারে রংপুর রাইডার্স। কেননা ম্যাচ তো জিততে হবে, রংপুরকে মেলাতে হবে নেট রান রেটের হিসাবও। তবে পাঁচ দলের লিগ পর্বের শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে। লিগ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি। কোনো দলেরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি, কাগজ-কলমের হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচটি দলেরই।
বৃহস্পতিবার প্রভিডেন্সে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। জবাবে ১০২ রানে অলআউট হয় গায়ানা।
১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়নার হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৩৫ রান করতে পারেন শেই হোপ। কেমো পল ১৮ ও গুড়াকেশ মোটি ১৫ করলেও বাকিরা কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান কামরুল ইসলাম। আর ৩টি উইকেট দখল করেন হারমিত সিং।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে রংপুরও। দলীয় ২৭ রানে তারা ৫টি উইকেট হারায়। অবশেষে হাল ধরেন খুশদিল শাহ। তার ৪৭ বলে ৫৮ রানের ইনিংসে একশ পার করে দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহান ১৫ রান করেন।
গায়নার হয়ে ডোয়েন প্রিটোরিয়াস ৩টি উইকেট নেন। দারুণ বোলিং করা বাংলাদেশ পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২১রানে ২টি উইকেট পান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।