০৪ মার্চ ২০২৫ মঙ্গলবার, ০১:০১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখনো চার মাসের বেতন পাননি।
২০২৪ সালে তিন ফরম্যাটেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন,
"এটা সত্যি, সে এখনো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।"
গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। ফলে বিসিবি তার প্রাপ্য অর্থ দিতে পারছে না।
সাকিবসহ সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে ছিলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। এই ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে বেতনের পাশাপাশি ম্যাচ ফি পান।
চার মাসের বেতন ও ম্যাচ ফি মিলিয়ে সাকিবের পাওনা দাঁড়িয়েছে ৪৮ লাখ টাকা, যার মধ্যে কর কেটে নেওয়া হবে।
গত সেপ্টেম্বরে ভারত সফরে কানপুর টেস্টের আগে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর ওয়ানডে থেকে বিদায় নিতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। তবে তার কোনো চাওয়াই পূরণ হয়নি।
সরকারের উচ্চপর্যায় থেকে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার অনুমতি না পাওয়ায় তিনি শেষ টেস্ট খেলতে পারেননি। এরপর থেকে কোনো ফরম্যাটেই তাকে বিবেচনা করা হয়নি। এমনকি ঘরোয়া ক্রিকেট খেলতেও দেশে ফিরতে পারেননি সদ্য সাবেক সংসদ সদস্য সাকিব।
এদিকে, এরই মধ্যে তিনি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নতুন সংকটে পড়েছেন।
যদিও সাকিবের বাংলাদেশের হয়ে ফের খেলার সম্ভাবনা ক্ষীণ, তবে বিসিবি নিশ্চিত করেছে যে তিনি প্রাপ্য টাকা পাবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন,
"চুক্তি অনুযায়ী সাকিব তার টাকা পাবে। খেলুক বা না খেলুক, বিসিবি প্রতিশ্রুতি রক্ষা করবে।"
সাকিবের ক্রিকেটীয় ভবিষ্যৎ এখন অনিশ্চিত, তবে বোর্ড তার আর্থিক প্রাপ্যতা পরিশোধ করবে বলে জানিয়েছে। এখন দেখার বিষয়, এই অর্থ পাওয়ার জন্য সাকিবকে আর কতদিন অপেক্ষা করতে হয়!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।