১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১২:৫৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের ঘরোয়া লিগে তিনি আর বল করতে পারবেন না।
এখন প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএলের মতো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর বোলিং কি অব্যাহত থাকবে?
আইসিসির নীতিমালার ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ক্রিকেট বোর্ড স্বীকৃত পরীক্ষাগারে বিশ্লেষণ শেষে ঘরোয়া প্রতিযোগিতায় কাউকে নিষিদ্ধ করলে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। তবে দেশের ঘরোয়া লিগে সাকিবের বোলিং অব্যাহত রাখার এখতিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে রয়েছে।
বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ, কতটা বেঁকেছে সাকিবের কনুই?
সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হওয়ার পেছনে প্রধান কারণ তাঁর কনুইয়ের অতিরিক্ত বাঁক। আইসিসির নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকা হতে পারে।
ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষার পর জানা যায়, সাকিবের কনুই অনুমোদিত সীমার বাইরে বেঁকে গেছে। তবে কত ডিগ্রি বাঁকা হয়েছে, সেটি এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে কখনোই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে আম্পায়ারদের সন্দেহ থেকেই এই পরীক্ষার সিদ্ধান্ত আসে।
বোলিংয়ে ফেরার পথ – সাকিবকে কী করতে হবে?
নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিং বৈধ করতে সাকিবকে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে তাঁর অ্যাকশন পরীক্ষা করাতে হবে। আইসিসির নীতিমালা অনুযায়ী, বৈধ অ্যাকশন প্রমাণিত হলেই আন্তর্জাতিক এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেটে তিনি আবার বল করতে পারবেন।
তবে বিসিবি চাইলে তাঁকে দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দিতে পারে।
লঙ্কা টি১০-এ ব্যাটিংয়ে সাকিব, ম্যাচ পরিত্যক্ত
সাকিব এখন লঙ্কা টি১০ লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন। তবে বোলিং নিষেধাজ্ঞার খবরের মধ্যে গতকাল ব্যাট হাতে মাঠে নামলেও নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ৩ বলে মাত্র ৬ রান করে আউট হন। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।