facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

সাত কোম্পানিতে বিনিয়োগ বাড়াল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা


২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৩৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সাত কোম্পানিতে বিনিয়োগ বাড়াল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির রয়েছে। এর মধ্যে গত ডিসেম্বর’২৪ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, ঢাকা ইলেক্ট্রো সাপ্লাই কোম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, পাওয়ারগ্রিড এবং এমজেএল বিডি পিএলসি।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৯৮ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৮.২২ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭.৮৭ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.১৫ শতাংশে। যা নভেম্বর মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে।

ঢাকা ইলেক্ট্রো সাপ্লাই কোম্পানি লিমিটেড:  নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৭১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৭৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৫৯ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৫৪ শতাংশে।

ইস্টার্ন লুব্রিকেন্টস : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৭২ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৮১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৮.২৪ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.১৫ শতাংশে।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.১২ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.২২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৫.১০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫.০৯ শতাংশে।

এমজেএল বিডি পিএলসি: নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৯৩ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.০৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬.৩০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.১৩ শতাংশে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.২১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.২২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.৮৯ শতাংশ, যা অক্টোবর মাসে ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৯৯ শতাংশে।

পাওয়ারগ্রিড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৫২ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৫৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪.৯৭ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৯৩ শতাংশে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: