facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


০৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৫  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনসাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আরিজুল গাজী কয়েক বছর যাবত তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে আসাদুল ও সেলিমকে নিয়ে তালায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে এলে একটি মাটিবাহী ট্রাক আরিজুলের মোটরসাইকেলের সামনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ জানান, সকাল সোয়া ৬টার দিকে আব্দুস সালামের মরদেহ হাসপাতালে আনা হয়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মরদেহ তিনটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: