২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০২:০৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর ঘনিষ্ঠতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের পরিচিত হলেও সম্প্রতি আদালত চত্বরে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সেদিন শেখ সাদী পরীমনির জামিনদার হন, যা সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। এরপর থেকেই শোবিজ অঙ্গনে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
শেখ সাদীর গাওয়া গান পরীমনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন, আর শেখ সাদী সেই পোস্টে লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনের খুনসুটি, ভালোবাসার ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্য দেখে অনেকেই মনে করছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
সম্প্রতি শেখ সাদীর এক ফেসবুক পোস্টে এই আলোচনা আরও তীব্র হয়। তিনি লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এই পোস্টের নিচে পরীমনি মন্তব্য করেন, দরজার আড়াল থেকে উঁকি দেওয়া পুতুলের ইমোজি দিয়ে লেখেন, ‘ওহ!’ এতে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
তবে সম্পর্কের বিষয়ে দুজনের কেউই সরাসরি কিছু বলেননি। প্রথম আলোর পক্ষ থেকে পরীমনিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতো! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
অন্যদিকে, শেখ সাদী জানান, পেশাগত কারণে তাঁদের দীর্ঘদিনের পরিচয়। তবে পরীমনির ইতিবাচক মনোভাব ও বিপদে মানুষের পাশে থাকার গুণ তাঁকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’
উল্লেখ্য, তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় পরীমনি ও শরীফুল রাজের প্রেমের শুরু হয়, যা পরে বিবাহ ও সন্তানে গড়ায়। তবে দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে পরীমনি সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত, আর রাজও নিজের মতো সিনেমার কাজ নিয়ে এগিয়ে চলেছেন।
পরীমনি তাঁর সাম্প্রতিক জীবনের উত্থান-পতন নিয়ে বলেন, ‘বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ।’ তিনি আরও জানান, তাঁর জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যাঁদের সঙ্গে তিনি সুখ-দুঃখ ভাগ করে নেন।
এদিকে, পরীমনির ফেসবুক পেজে শেখ সাদীকে নিয়ে একাধিক পোস্ট দেখা গেছে। একটি ভিডিওতে তিনি লেখেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’ যা তাঁদের সম্পর্কের রসায়ন আরও স্পষ্ট করে তুলছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।