facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


২৮ আগস্ট ২০২৪ বুধবার, ০৫:৩০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সের গ্যালারি ছিল ভর্তি। ছোট মাঠে নেপালি সমর্থকদের সমর্থনে উজ্জীবিত হয়েই বাংলাদেশের বিপক্ষে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল স্বাগতিক নেপাল।

শুরু থেকেই তাদের প্রাধান্য ছিল, গোলের সুযোগও তৈরি করছিল তারাই। কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরম্যান্স আর কোচ মারুফুল হকের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা।

মিরাজুল ইসলামের জোড়া গোল এবং রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রথমবারের মতো জিতেছে বাংলাদেশ। সাফের বয়সভিত্তিক অন্য সব প্রতিযোগিতা জেতা হলেও অনূর্ধ্ব–২০–এর ট্রফিটাই অধরা ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত কুড়ির যুবারা সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ