০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ১০:০৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ কোম্পানিটির কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কোম্পানিটি নিয়মিতভাবে তথ্য প্রকাশ করছে না এবং স্টক এক্সচেঞ্জের সঙ্গে কার্যকর যোগাযোগ রাখছে না।
ডিএসইর নিয়ম অনুযায়ী, যেসব তালিকাভুক্ত কোম্পানি যথাযথ তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়, সেগুলোর বাস্তব অবস্থা মূল্যায়নের জন্য পরিদর্শন করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৩ ফেব্রুয়ারি ডিএসইর একটি প্রতিনিধিদল সাফকো স্পিনিং মিলস পরিদর্শনে গেলে কারখানাটি বন্ধ অবস্থায় পাওয়া যায়।
অর্থনৈতিক মন্দা ও অব্যবস্থাপনার কারণে কোম্পানিটির ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের (জুলাই-ডিসেম্বর’২৪) প্রথম ছয় মাসে কোম্পানিটির আয় ১১৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় একটি সতর্কবার্তা।
উল্লেখযোগ্যভাবে, একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২ টাকা ৯৯ পয়সা।
এ পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম এবং আর্থিক অবস্থার আরও বিশদ বিশ্লেষণ করে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ডিএসই ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।